
বরিশাল নগরীর পলাশপুর এলাকা থেকে ৭৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে আটক করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। শনিবার (১৮ জানুয়ারি) রাত ১টার দিকে বিশেষ অভিযান চালিয়ে আখি বেগম নামে ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃত আখি বেগম বরিশাল নগরীর মৃত রাজিব হাওলাদারের মেয়ে।
গোয়েন্দা শাখার এসআই মো. রাহাতুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া থানার ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পলাশপুর ইসলাম নগর প্রথম লেনে মো. আবুল কালাম আজাদের মালিকানাধীন একটি বসতঘরের দক্ষিণ পাশের বেডরুমে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় আখি বেগমের দেওয়া তথ্যমতে ৭৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃতের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন ডিবি পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তা।