
সদর প্রতিনিধি, বরিশাল:
আসন্ন বরিশাল বিসিসি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়রপ্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপস বলেন, বরিশালে দখলবজীর নগ্ন উৎসব চলেছে। বিগত ৫ বছর বর্তমান মেয়র দিনের অফিস রাতে বাসভবনে করেছে। আগামীতে কোথায় অফিস করবেন তা সময় বলে দেবে। গত ৫ বছরের দুঃশাসনের কথা মানুষ ভুলতে পারিনি, নতুনকরে হুন্ডা আর গুন্ডা বহিনীর তান্ডব শুরু হয়েছে। আমরা দুঃশাসন থেকে মুক্তি চাই। আগামী ২৬ মের পর ঘরে ঘরে লাঙ্গল মার্কা পৌঁছে দিবেন।
শনিবার অক্সফোর্ড মিশন রোড জাতীয় পার্টির নির্বাচনী প্রধান কার্যালয়ে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
স্থানীয় মজিবর রহমানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন- অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল, এডভোকেট এমএ জলিল, বাবুল সিকদার, বাচ্চু সিকদার, আক্তার হোসেন, কামাল সিকদার ও আমির হোসেন সোহেল উপস্থিত ছিলেন। পরে দুপুরে জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপস এর বাসভবনে নির্বাচনী নীতিনির্ধারণী কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় গভীর উদ্বেগের সাথে নেতৃবৃন্দ বলেন, সরকারী দল নির্বাচনী আচরণ বিধি তোয়াক্কা না করে খেয়ালখুশির মত পথ চলছেন। বরিশালে মন্ত্রী, এমপিরা ঘুরছে। তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশনার ব্যাবস্হা না নিয়ে প্রশাসন তাদের প্রটোকল দিচ্ছে। নির্বাচনের সুষ্ঠ পরিবেশ রক্ষা করতে না পারলে রিটার্নিং কর্মকর্তাকে অপসারণ করার দাবি জানান।
এ সময় প্রার্থী ছাড়া উপস্থিত ছিলেন- অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল, এ্যাড এম এ জলিল, রফিকুল ইসলাম গফুর, রুস্তম আলী খান, আকতার রহমান সপ্রু, আলহাজ্ব মোঃ শাহেদ আলী, ফোরকান তালুকদার, কামরুজ্জামান চৌধুরী কামাল, মনজুরুল আলম খোকন, ইরান চৌধুরী, আবদুল আলীম মাষ্টার, নজরুল ইসলাম, অধ্যক্ষ নুরুল ইসলাম, অধ্যাপক গিয়াসউদ্দিন, রফিকুল ইসলাম।