Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / বরিশালে টিসিবির পণ্য মজুদ করায় ডিলার আটক - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বরিশালে টিসিবির পণ্য মজুদ করায় ডিলার আটক

March 18, 2023 11:01:37 PM   দেশজুড়ে ডেস্ক
বরিশালে টিসিবির পণ্য মজুদ করায় ডিলার আটক

সদর প্রতিনিধি, বরিশাল:
বরিশাল নগরী কাশিপুর ২৯ নং ওয়াডে  টিসিবির পণ্য গ্রাহকদের না দিয়ে মজুদ করা ও অনিয়মের অভিযোগে এক সাব ডিলারকে আটক করেছে পুলিশ।   শুক্রবার ১৭ মার্চ রাতে শিববাড়ি এলাকা থেকে আটকৃত ওই ব্যাক্তির নাম মোঃ মামুন মিয়া। তিনি ২৯ নং ওয়ার্ডের টিসিবির ডিলার হুমায়ুন কবিরের সাব-ডিলার হিসেবে কাজ করেন।

বরিশাল সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস বলেন, ২৯নং ওয়ার্ড থেকে অভিযোগ আসে এক টিসিবির ডিলার ঠিকভাবে পণ্য বিক্রি করে না। পরে তার হেফাজত থেকে ১২৭ জনের জন্য নির্ধারিত মালামাল উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ ব্যবস্থা নিয়েছে।

এয়ারপোর্টে থানার উপ-পরিদর্শক (এসআই) উত্তম বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়রা অভিযোগ করে হুমায়ুন কবির ও মামুন মিয়া নামের দুই ডিলার টিসিবির পণ্য মজুদ করছে। পরে সিটি করপোরেশন ও টিসিবির কর্মকর্তারা টিসিবি বিক্রয় কেন্দ্র গিয়ে কিছু পণ্য পায়। এরপর জনগণ ক্ষিপ্ত হয়ে উঠলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে সাব-ডিলার মামুন মিয়াকে থানায় নিয়ে আসা হয়।