Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / বরিশালে ফ্যামিলি স্মার্ট কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্...

বরিশালে ফ্যামিলি স্মার্ট কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন

February 04, 2025 08:14:29 PM   উপজেলা প্রতিনিধি
বরিশালে ফ্যামিলি স্মার্ট কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ,  প্রতিবাদে মানববন্ধন

বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) এবং ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ফ্যামিলি স্মার্ট কার্ড বিতরণে অনিয়মের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে নগরীর মানিক মিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ভুক্তভোগীরা অভিযোগ করেন, টিসিবির স্মার্ট কার্ড বিতরণে স্বজনপ্রীতির মাধ্যমে তালিকা তৈরি করা হয়েছে, যা বাতিল করে প্রকৃত অসহায় পরিবারের সদস্যদের অন্তর্ভুক্ত করতে হবে।

তবে কার্ড বাতিলের দায় নিতে চাইছে না টিসিবি ও বরিশাল সিটি করপোরেশন। টিসিবি দাবি করেছে, সিটি করপোরেশন ভুল তথ্য দেওয়ায় ৯০ হাজার কার্ডের মধ্যে সাড়ে ৫৮ হাজার বাতিল হয়েছে। অপরদিকে, বিসিসি বলছে, কার্ড বাতিল করেছে টিসিবি।

নগরী ঘুরে দেখা গেছে, ফ্যামিলি কার্ড বাতিল হওয়ায় নগরীর ৩০টি ওয়ার্ডে অসন্তোষ দেখা দিয়েছে। ভুক্তভোগীরা অস্থায়ী কাউন্সিলর কার্যালয়ে গিয়ে হয়রানির শিকার হচ্ছেন।

বরিশাল নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হাফেজা বেগম জানান, আগে তার নামে টিসিবি ফ্যামিলি কার্ড বরাদ্দ ছিল, যা নতুন স্মার্ট কার্ড তালিকায় বাতিল হয়েছে। এতে তিনি হতাশ হয়ে পড়েছেন এবং রোজায় সংসার কীভাবে চলবে, তা নিয়ে উদ্বিগ্ন।

এ বিষয়ে টিসিবির বরিশালের সহকারী পরিচালক শতদল মণ্ডল বলেন, "কার্ড বাতিলের বিষয়ে সিটি করপোরেশন জানে। আমরা তথ্য দেইনি। জেলা প্রশাসন ও সিটি করপোরেশন তথ্য দিয়েছে। কার্ডগুলো টিসিবিই বাতিল করেছে। তবে কেন বাতিল হলো, তা দেখার দায়িত্ব সিটি করপোরেশনের।"

বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারী বলেন, "কার্ড বাতিলের বিষয়ে করপোরেশনের কোনো দায় নেই। এটি টিসিবির বিষয়। তবে নতুন করে উপকারভোগীদের কার্ড প্রদান করা হলে, বাতিল হওয়া ব্যক্তিরা আবেদন করতে পারবেন।"