
শামীম হোসেন, বরিশাল:
বাংলাদেশ প্রেসক্লাব, বরিশাল বিভাগের আয়োজনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশসহ বিশ্বব্যাপী সাংবাদিকদের সুরক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৩ সফল করার লক্ষ্যে বুধবার সকাল ১০টায় নিউ রিভার ভিউ চাইনিজ বাংলা রেস্টুরেন্টে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ প্রেসক্লাব বরিশাল বিভাগীয় সভাপতি সাংবাদিক এস এম নওরোজ হীরা। প্রধান অতিথি ছিলেন, পি.আই.ডি সহকারী তথ্য অফিসার মো. আবুল বশার।
বিশেষ অতিথি ছিলেন, দৈনিক আমাদের কণ্ঠের বরিশাল বিভাগীয় ব্যুরো প্রধান মাসুম বিল্লাহসহ বাংলাদেশ প্রেসক্লাব বরিশাল বিভাগীয় সকল সাংবাদিকবৃন্দ।