
বরিশাল নগরীর বেলস পার্কে স্কুল-কলেজের কোনো শিক্ষার্থী রাত ৮টার পর অবস্থান করতে পারবে না। কেউ থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) বরিশাল জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় পার্কে অনৈতিক কাজের অভিযোগ ওঠায় এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় জানানো হয়, বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ ফেরিঘাটের ইজারা বাতিলের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ ইতোমধ্যে শুরু হয়েছে। পাশাপাশি জেলাজুড়ে মাদক নির্মূলে অভিযান পরিচালনা করা হচ্ছে।
সভায় বরিশাল মেট্রোপলিটন এলাকার অপরাধ পরিসংখ্যান তুলে ধরা হয়। আইনশৃঙ্খলা কমিটির এই সভায় সেনাবাহিনী, র্যাব, পুলিশ সুপার, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।