Date: May 09, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / বরিশালে স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে মানববন্ধন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বরিশালে স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

January 25, 2025 07:20:03 PM   অনলাইন ডেস্ক
বরিশালে স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

বরিশালের বাবুগঞ্জে স্কুলছাত্র রাব্বি হত্যার বিচারের দাবিতে বরিশাল-ঢাকা মহাসড়কের রহমতপুর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। শনিবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় প্রথমে সড়কের দু’পাশে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে প্রায় দেড় ঘণ্টা ধরে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন তারা।

এ সময় সড়কের দু’পাশে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় এয়ারপোর্ট থানায় একটি হত্যা মামলা দায়ের করা হলেও এখন পর্যন্ত এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। নিহত রাব্বির পরিবার তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।