
বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনের ফলাফল বাতিল এবং নিজেকে মেয়র ঘোষণার দাবিতে আদালতে মামলা করেছেন জাতীয় পার্টির (জাপা) মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস। বুধবার (২৩ এপ্রিল) দুপুরে বরিশাল সিনিয়র সহকারী জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল বিসিসি-২০২৩-এ তিনি মামলাটি দায়ের করেন। মামলাটি পরবর্তী আদেশের জন্য রেখেছেন আদালতের বিচারক হাসিবুল হাসান।
বাদীপক্ষের আইনজীবী আজাদ রহমান জানান, মামলায় দাবি করা হয়েছে ২০২৩ সালের বিসিসি নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। তাপস তার নিশ্চিত বিজয় ছিনিয়ে নেওয়ার অভিযোগ তুলে ২০১৮ সালের নির্বাচনকেও প্রশ্নবিদ্ধ হিসেবে উল্লেখ করেছেন।
মামলার আরজিতে বলা হয়, নির্বাচন পূর্ব আশঙ্কা সত্ত্বেও কোনো সুরাহা হয়নি। বরং নির্বাচনকালে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই) ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্যরা সরাসরি নৌকা প্রতীকের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতকে সহায়তা করেন।
এছাড়াও অভিযোগ করা হয়, ভোটের দিন বহিরাগতদের দিয়ে ভোটকেন্দ্র দখল, ইভিএমে জালভোট, পোলিং এজেন্টদের বের করে দেওয়া এবং তাপসকে হুমকি ও হামলার মুখে পড়তে হয়। ৫০টির মতো ভোটকেন্দ্রে ২০-২৫ শতাংশ ভোটার উপস্থিতি দেখা গেলেও ফলাফলে অতিরিক্ত ভোটগ্রহণ দেখানো হয়েছে।
তাপস দাবি করেন, প্রকৃত ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করা হলে তিনি বিজয়ী হতেন। তাই ২০২৩ সালের নির্বাচনের ফলাফল বাতিল করে তাকে বরিশাল সিটির মেয়র ঘোষণা করার দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, এর আগে ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম একই দাবিতে আদালতে মামলা দায়ের করেছিলেন।