Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / বরিশালে স্পিডবোট ও ট্রলারের সংঘর্ষে এক জেলে নিহত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বরিশালে স্পিডবোট ও ট্রলারের সংঘর্ষে এক জেলে নিহত

March 04, 2025 08:13:06 PM   জেলা প্রতিনিধি
বরিশালে স্পিডবোট ও ট্রলারের সংঘর্ষে এক জেলে নিহত

বরিশাল প্রতিনিধি:
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় কালাবদর নদীতে মৎস্য বিভাগের অভিযান চলাকালে স্পিডবোট ও ট্রলারের সংঘর্ষে এক জেলে নিহত হয়েছেন।

নিহত জেলেটির নাম মিরাজ ফকির (৩০), তিনি মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের মিয়াচর গ্রামের ফখরুল ফকিরের ছেলে। নিহতের আত্মীয় জুলহাস গাজী জানান, গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে মেহেন্দিগঞ্জের মেরিন ফিশারিজ অফিসার সুকান্ত কুমার রায়ের নেতৃত্বে কালাবদর নদীতে অভিযান চলছিল। এ সময় একটি দ্রুতগামী স্পিডবোট জেলেদের ট্রলারের ওপর উঠে যায়।

এতে ট্রলারে থাকা মিরাজ ফকির গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় রাত সাড়ে ৮টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

জুলহাস গাজী আরও জানান, মিরাজ ফকির বাঁধা জাল দিয়ে মাছ ধরছিলেন, আর এটাই তার অপরাধ। এ কারণে তাকে ধরতে গিয়ে ট্রলারের ওপর স্পিডবোট তুলে দেওয়া হয়েছে।

মেহেন্দিগঞ্জ মেরিন ফিশারিজ অফিসার সুকান্ত কুমার রায় বলেন, “এখন নদীতে দুই মাসের নিষেধাজ্ঞা চলছে। গতকাল আমরা নিয়মিত অভিযানে বের হয়ে ছিলাম। অভিযান চলাকালে একটি মাছ ধরার ট্রলার আমাদের দিকে দ্রুত এগিয়ে এসে স্পিডবোটে ধাক্কা মারে, এতে আমাদের স্পিডবোট ফুটো হয়ে যায় এবং ট্রলারটি উল্টে যায়। এ ঘটনায় আহত মিরাজকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পরে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা হয়।”

মেহেন্দিগঞ্জ কালিগঞ্জ নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, “মৎস্য বিভাগের অভিযানের সময় এ ঘটনা ঘটেছে বলে শুনেছি, তবে কোনো পক্ষই অভিযোগ করেনি।”

মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মশিউর রহমান জানান, “কালাবদর নদীতে মৎস্য বিভাগের নিয়মিত অভিযান চলছিল। এসময় জেলেদের একটি ট্রলার অভিযানের স্পিডবোটে আঘাত হানে, এতে ওই জেলে আহত হন এবং পরে মারা যান। আমরা তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছি এবং তারা অভিযোগ করেননি। তবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”