
সদর প্রতিনিধি, বরিশাল:
বরিশালে এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে সাত দিনব্যাপী ‘বিভাগীয় এসএমই পণ্য মেলা ২০২৩’ শুরু হয়েছে। ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মেলা চলবে আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। গতকাল সকাল ১১টায় বরিশাল বঙ্গবন্ধু উদ্যানে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি।
এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন অধ্যাপক ড. মো মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- ফাউন্ডেশনের পরিচালক পর্ষদ সদস্য এনায়েত হোসেন চৌধুরী, মো. আমিন উল আহসান, বিভাগীয় কমিশনার, বরিশাল, এস এম আক্তারুজ্জামান, ডিআইজি, রাজশাহী রেঞ্জ, মো. সাইফুল ইসলাম, বিপিএম (বার) কমিশনার, বরিশাল মেট্রোপলিটন পুলিশ, মো. জাহাঙ্গীর হোসেন, জেলা প্রশাসক, রাজশাহী এবং সাইদুর রহমান রিন্টু, সভাপতি, বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান।
মেলার ৬০টি স্টলে ৬০জন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা তাদের উৎপাদিত শুধু দেশীয় পণ্য প্রদর্শন ও বিক্রয় করবেন। সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রতিদিন মেলা দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।
উল্লেখ্য, চলতি অর্থবছরে প্রথম ‘বিভাগীয় এসএমই পণ্য মেলা’ রাজশাহীতে গতকাল ১২-১৮ জানুয়ারি ২০২৩ আয়োজন করা হয়। আগামী ১৪-২০ ফেব্রুয়ারি ২০২৩ সিলেটে এবং পরবর্তীতে রংপুর, ময়মনসিংহ এবং খুলনায় ‘বিভাগীয় এসএমই পণ্য মেলা’ আয়োজনের পরিকল্পনা রয়েছে এসএমই ফাউন্ডেশনের।
মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী, বিভাগীয় কমিশনারের তত্ত্বাবধানে ‘বিভাগীয় এসএমই পণ্য মেলা ২০২৩-এর সব কর্মসূচি বাস্তবায়ন করা হবে।