
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের ষাইটশালা গ্রামে আনোয়ার হোসেন (৪৫) নামে এক জেলেকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। নিহত আনোয়ার ওই গ্রামের মৃত হোসেন মিয়ার ছেলে এবং পেশায় একজন জেলে।
নিহতের ভাই নূর মোহাম্মদ জানান, তার বড় ভাই আনোয়ার হোসেন মাছ শিকার করে জীবিকা নির্বাহ করতেন। গত বুধবার মধ্যরাতে পাশের জামতলী (দপ্তইরা ডুবায়) এলাকায় মাছ ধরতে গেলে জামতলী গ্রামের আরু মিয়ার ছেলে আলাউদ্দিন ও তার ভাই নিজাম ও সালাউদ্দিন তাকে মাছ চুরির সন্দেহে আটক করেন। তারা জোরপূর্বক আনোয়ারকে তাদের বাড়িতে নিয়ে যান এবং সেখানে আরু মিয়াসহ আরও ৩-৪ জন ব্যক্তি তাকে লাঠি ও রড দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকেন। গুরুতর আহত অবস্থায় আনোয়ার কোনরকমে তাদের বাড়ি থেকে পালিয়ে আসেন এবং নিজের বাড়িতে এসে অজ্ঞান হয়ে পড়েন।
পরবর্তীতে তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে, অবস্থা গুরুতর দেখে চিকিৎসক তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করার পরামর্শ দেন। পরে আনোয়ারকে বৃহস্পতিবার কুমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার মধ্যরাতে তিনি মারা যান।
নূর মোহাম্মদ আরও জানান, এলাকাবাসী ও অভিযুক্তদের পরিবার প্রথমে এই ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসার জন্য চাপ প্রয়োগ করলেও, পরবর্তীতে তিনি ব্রাহ্মণপাড়া থানায় যোগাযোগ করেন। খবর পেয়ে থানার এসআই শিশির ঘোষ ঘটনাস্থলে এসে নিহতের শোরতহাল রিপোর্ট তৈরি করেন এবং লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন বলেন, তিনি ইতোমধ্যে উপজেলার আরেকটি হত্যাকাণ্ডের তদন্তে ছিলেন এবং এই ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।