
বাংলাদেশের কক্সবাজারের টেকনাফের কাছে মিয়ানমার নৌবাহিনীর গুলিতে একজন বাংলাদেশি জেলে নিহত হয়েছেন।
এছাড়া আরও দুইজন আহত হয়েছেন। মিয়ানমারের নৌবাহিনী ছয়টি ট্রলারসহ প্রায় ৫০ থেকে ৬০ জন জেলেকে আটক করে, যদিও ১১ জনকে পরে ফেরত পাঠানো হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার সময় বাংলাদেশি জেলেরা মাছ ধরছিলেন।
জেলেদের দাবী, তারা বাংলাদেশের সমুদ্রসীমার মধ্যেই ছিল, তবে সীমানা নিয়ে ভুল বোঝাবুঝির কারণে গুলি চালানো হয়েছে বলে মনে করা হচ্ছে। বাংলাদেশ কোস্টগার্ড তাদের উদ্ধার করে, তবে এখনও মিয়ানমারের হাতে আটক জেলেদের ফেরত আনার প্রচেষ্টা চলছে। নিহত জেলে ওসমান শাহপরীর দ্বীপের বাসিন্দা ছিলেন।