Date: May 18, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / বাঁশখালীতে ছেলের হাতে পিতা খুন, আটক ২ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বাঁশখালীতে ছেলের হাতে পিতা খুন, আটক ২

September 01, 2023 05:35:16 PM   উপজেলা প্রতিনিধি
বাঁশখালীতে ছেলের হাতে পিতা খুন, আটক ২

মোহাম্মদ বাদশা (৫৬) নামে এক ডেকোরেশন ব্যবসায়ীর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার ভোরে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের পূর্ব পুঁইছড়ি মাইজপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করে পুলিশ।

জানা যায়, ভোরবেলা বাড়ীর লোকজন মোবাইল খুঁজতে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় বাবার লাশ মেঝেতে পড়ে আছে। তখন এলাকার ইউপি সদস্য মুরিদুল আলমকে খবর দিলে তিনি থানা পুলিশে খবর দেন। পরে বাঁশখালী থানা পুলিশ ময়না তদন্তের জন্য নিয়ে  যান।

বাঁশখালী থানার ওসি কামাল উদ্দীন পিপিএম বলেন, লাশের সাথে মা ও দুই ছেলেকে জিজ্ঞেসাবাদের জন্য নেওয়া হয়। এক পর্যায়ে ছোট ছেলে এনামুল স্বীকারোক্তীমুলক জবানবন্দি দেন। এ ঘটনায় একজনকে আসামী করে মামলা করা হয়েছে। আরো কেউ জড়িত আছে কি না খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।