Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলনের সমন্বয় সভা অনুষ্ঠিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলনের সমন্বয় সভা অনুষ্ঠিত

September 21, 2024 07:15:58 PM   অনলাইন ডেস্ক
বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলনের সমন্বয় সভা অনুষ্ঠিত

বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলনের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সেগুনবাগিচার দৈনিক পূর্বাভাসের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সিনিয়র সাংবাদিক আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মনিরুল ইসলাম মানিক, শফিকুর রহমান, সামসুল হুদা, এ বি এম মনিরুজ্জামান (দৈনিক সংবাদ দিগন্ত), মো: অলি উদ্দিন মিলন (দৈনিক সংবাদ দিগন্ত), গাজী আবু বকর (দৈনিক জবাবদিহি), মোমিন মেহেদী (দৈনিক পূর্বাভাস), মুঈদ খন্দকার (প্রতিদিনের সংবাদ), এইচ এম রাকিব, আমিনুল ইসলাম (দৈনিক দেশেরপত্র), এমডি ইদ্রিস মাস্তান (দৈনিক চৌকস), আতিকুল ইসলাম (গ্লোবাল টিভি), জামাল শিকদার (দি নিউজ টুডে), মো: সোহেল মিয়া (দৈনিক চৌকস), মো: লুৎফুর রহমান (দৈনিক চৌকস), হুমায়ুন কবির তমাল (দৈনিক খবরের কাগজ), মো: সাজ্জাদ হোসেন (দৈনিক বাংলার জাগরণ) প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন মাহবুব আলম চৌধুরী জীবন। সভায় সংগঠনটি কারো লেজুড়বৃত্তি করবে না এবং দলমত নির্বিশেষে যেকোন সাংবাদিক বৈষম্যের শিকার হলে সংগঠন তার পাশে দাঁড়াবে বলে ঐক্যমত পোষণ করেন সাংবাদিকবৃন্দ।