
গাজীপুর সংবাদদাতা:
গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ১৭নং ওয়ার্ডে ওপেন হাইজ ডে অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ১৭নং ওয়ার্ডের চন্দনা এলাকার বালুর মাঠে এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।
বাসন থানার অফিসার ইনচার্জ সানোয়ার জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গাজীপুর মেট্রোপলিটনের সহকারী পুলিশ কমিশনার মো. ফাহিম আসজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাসন থানা আওয়ামী লীগের সভাপতি মো. আবুল কাশেম, গাজীপুর মহানগর ১৭নং ওয়ার্ডের কাউন্সিলর মো. রফিকুল ইসলাম রফিকসহ ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা। ১৭নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দারাও ব্যাপক উৎসাহের সাথে ওপেন হাউজ ডে’তে অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে জিএমপি’র সহকারী পুলিশ কমিশনার মো. ফাহিম আসজাদ বলেন, ওপেন হাউজ ডে অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে, পুলিশ ও জনগণের মাঝে সেতু বন্ধনে সুদৃঢ় সম্পর্ক তৈরি করা। জনসাধারণের জন্য থানা সব সময়ই উন্মুক্ত। মাদকের বিষয়ে পুলিশের ভূমিকায় জিরো টলারেন্স নীতিতে অবিচল আছে এবং থাকবে।
সভাপতির বক্তব্যে বাসন থানার অফিসার ইনচার্জ মো. সানোয়ার জাহান বলেন, একজন মাদকসেবীই একটি পরিবার ধ্বংসের জন্য যথেষ্ট। মাদক ব্যবসায়ী ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িতদের সম্পর্কে পুলিশকে তথ্য দিয়ে সহোযোগিতায় জন্য অনুরোধ জানান অফিসার ইনচার্জ। সেক্ষেত্রে তথ্যদাতার নাম সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও জানান তিনি। বাসন থানাকে অপরাধ মুক্ত করতে বিভিন্ন পরিকল্পনার কথাও বলেন ওসি।