Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / বাসনে ফুটপাত থেকে হকার উচ্ছেদ অভিযান চালিয়েছে পুলিশ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বাসনে ফুটপাত থেকে হকার উচ্ছেদ অভিযান চালিয়েছে পুলিশ

March 08, 2025 09:13:20 PM   জেলা প্রতিনিধি
বাসনে ফুটপাত থেকে হকার উচ্ছেদ অভিযান চালিয়েছে পুলিশ

গাজীপুর সংবাদদাতা:
গাজীপুর মহানগরীর চৌরাস্তা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে পুলিশ। শনিবার (৮ মার্চ) বিকাল থেকে ইফতারের পূর্ব মুহুর্ত পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে মহানগরীর বাসন থানা পুলিশ। এসময় চৌরাস্তা এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, গাজীপুর টাঙ্গাইল মহাসড়ক এবং জয়দেবপুর রোডে ফুটপাত থেকে সকল হকারদের উচ্ছেদ করা হয়।

গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার অফিস ইনচার্জ মোঃ কায়সার আহমেদ এর নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

বাসন থানার অফিসার ইনচার্জ মোঃ কায়সার আহমেদ জানান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. মোঃ নাজমুল করিম খানের নির্দেশনায় ফুটপাত থেকে হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। তিনি আরো জানান, ফুটপাতে হকার এবং সড়কে ভ্রাম্যমাণ দোকানের কারণে সাধারণ মানুষের চলাচল ব্যাহত হচ্ছিল। সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করতে এমন অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও জানান, বাসন থানা এলাকায় বসবাসরত জনসাধারণের জানমাল নিরাপত্তা প্রদানে বাসন থানা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।