Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / সিলেট / বানিয়াচংয়ে টিউবওয়েল থেকে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বানিয়াচংয়ে টিউবওয়েল থেকে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন

October 02, 2022 09:18:33 AM  
বানিয়াচংয়ে টিউবওয়েল থেকে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন

মো. জাহাঙ্গীর আলম ॥ হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কাটখাল গ্রামের টিবওয়েল থেকে অবিরত গ্যাস মিশ্রিত পানি বের হচ্ছে। বিষয়টি জানতে পেরে এলাকার জন সাধারণ সার্বক্ষণিক ভিড় জমাচ্ছেন।

জানা যায়, ওই উপজেলার কাটখাল গ্রামের কাজল মিয়া গত  ১৬ সেপ্টেম্বর তার বাড়ীর আঙিনায় একটি টিউবওয়েল স্থাপন করেন। টিবওয়েলটি স্থাপনের পর থেকে এই পর্যন্ত গ্যাস মিশ্রিত পানি বের হওয়ায় সাধারণ মানুষের ধারনা এখানে খনিজ সম্পদ রয়েছে।

এই বিষয়ে কাজল মিয়ার পুত্র শাহিদ মিয়ার সাথে কথা বললে তিনি জানান, সরকার যদি বিষয়টিতে নজর দেন মনে হয় এখান থেকে প্রাকৃতিক সম্পদ পাওয়া যেতে পারে।এতে দেশের মানুষ উপকৃত হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার, বানিয়াচং, পদ্মাসন সিংহ এর সাথে ফোনে কথা বললে তিনি বলেন, বিষয়টি জানতাম না আপনার কাছ থেকে জানলাম এ বিষয় নিয়ে উপজেলা চেয়ারম্যানের সাথে কথা বলে পদক্ষেপ নেব।

জেলা প্রশাসক ইসরাত জাহানের  সাথে ফোনে কথা বললে তিনি বলেন  বিষয়টি আমরা খতিয়ে দেখব। ধারণা করা যাচ্ছে সেখানে খনিজ সম্পদ রয়েছে।