Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / বিএমপি’র চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যাচলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বিএমপি’র চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যাচলোচনা সভা অনুষ্ঠিত

July 20, 2022 06:09:39 AM  
বিএমপি’র চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যাচলোচনা সভা অনুষ্ঠিত

সদর সংবাদদাতা,  বরিশাল:
বরিশাল মেট্রো পলিটন-বিএমপি সদরদপ্তর সম্মেলন কক্ষে চলমান উন্নয়ন কাজের অগ্রগতি নিয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম বিপিএম-বার এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় কমিশনার বরিশাল মেট্রোপলিটন পুলিশের  চলমান উন্নয়ন কাজের সর্বশেষ অগ্রগতি নিয়ে সভায় উপস্থিত প্রকল্প পরিচালক, সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান, প্রকৌশলীদের সাথে আলোচনা করেন। আলোচনাকালে তিনি প্রতিটি কাজের সিডিউল মোতাবেক গুনগত মান ঠিক রেখে সুনির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সম্পন্ন করে হস্তান্তরের জন্য সংশ্লিষ্ট সকলকে  নির্দেশ প্রদান করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স জনাব প্রলয় চিসিম, অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপারেশন মােহাম্মদ এনামুল হকসহ বিএমপি’র অন্যান্য শীর্ষ কর্মকর্তাবৃন্দ।