Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / বেহালা মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে মানববন্ধন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বেহালা মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে মানববন্ধন

August 22, 2022 05:20:05 AM  
বেহালা মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে মানববন্ধন

তালতলী সংবাদদাতা:
বরগুনার তালতলী উপজেলার বেহালা মাধ্যমিক বিদ্যালয় টাকার বিনিময় ৪র্থ শ্রেণীর কর্মকর্কা-কর্মচারী নিয়োগের অভিযোগে মানববন্ধন করেছেন স্থানীয় জন-সাধারণ।

শনিবার সকাল ১১টায় স্থানীয়দের আয়োজনে কড়ইবাড়িয়া ইউনিয়নের শানুর বাজার চৌরাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময়ে স্থানীয় ইউপি সদস্য শিশির সহ চাকরির জন্য আবেদন প্রার্থীরাও উপস্থিত ছিলো।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ৪ তারিখ বেহালা মাধ্যমিক বিদ্যালয় নিয়োগ পরিক্ষা গেছে। নিয়োগ পরি‌ক্ষার ১দিন পূর্বে আমতলী সহকারী জজ আদালতে সুজন, লিটন, নিবেদীতা সহ ৪ জনের বিরুদ্ধে আমাদের অভিযোগ থাকে যে, টাকার বিনিময় এ ৪জনকে নিয়োগ দেয়া হবে। যদিও সে সময়ে আদালত মামলাটি আমলে নেয়নি কিন্তু সে ৪জনকেই নিয়োগ দেয়া হয়।

বেহালা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি কেশব চন্দ্র ও প্রতিষ্ঠান প্রধান নিরুপ‌ম ভট্ট টাকার বিনিময় তাদের নিয়োগ দেয়। অন্যদিকে সুজন ও লিটন সর্বোচ্চ ৩য় শ্রেণীতে পড়েছিলো এবং তাদের বয়স বে-সরকারী নিতিমালার ঊর্ধে। তবুও তারা কিভাবে নিয়োগ যোগ্য হলো তা আমাদের বোধগম্য নয়। অশিক্ষিতরা চাকরী করলে আমরা শিক্ষার্জন করেছি কেন? আমরা শিক্ষার পিছে না ছুটে তবে আমরাও টাকার পিছে ছুটতাম। এটি সুষ্ঠ তদন্তের পাশাপাশি এর সাথে জরিতদের আইনের আওতায় এনে শাস্তির দাবী করছি।