
ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যার দায়ে সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবি জানিয়ে নাটোরের বড়াইগ্রামে অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার দুপুর থেকে উপজেলার বনপাড়া পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবিএম ইকবাল হোসেন রাজুর নেতৃত্বে খণ্ড খণ্ড মিছিল নিয়ে অবস্থান নিতে থাকে নেতাকর্মীরা। বিকেল পর্যন্ত কর্মসূচিতে অংশ নেয় কয়েক'শ নেতাকর্মী। এ সময় বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে উঠে পৌর চত্বর।
এ সময় বনপাড়া শহর যুবদলের সভাপতি মিজানুর রহমান মিজান, বড়াইগ্রাম উপজেলা শ্রমিক দলের আহবায়ক মান্নাফ খান,বনপাড়া শহর শ্রমিক দলের আহবায়ক জালাল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করতে নেতাকর্মীদের নিজ নিজ জায়গা থেকে কাজ করা আহ্বান জানান নেতৃবৃন্দ। বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যার প্রতিবাদ জানিয়ে হাসিনাসহ জড়িতদের সর্বোচ্চ বিচারের দাবি তোলা হয়। এ সময় বিএনপি নেতা শহীদ সানাউল্লাহ নুর বাবু হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবিও জানানো হয়।