
নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে জাল সার্টিফিকেট ব্যবহার করে চক্ষু ক্যাম্প পরিচালনার অভিযোগে শাহিন আলম ও স্বপ্না খাতুন নামে দুই ভুয়া চক্ষু ডাক্তারকে জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে উপজেলার শ্রীরামপুর গ্রামে জিল্লুর রহমান তোতার বাড়িতে সিরাজগঞ্জের উল্লাপাড়ার "চোখের আলো চক্ষু হাসপাতাল"-এর নামে ফ্রি চক্ষু ক্যাম্প পরিচালনার সময় এই ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম।
আদালত সূত্রে জানা যায়, শাহিন আলম ও স্বপ্না খাতুনকে তাদের সার্টিফিকেট প্রদর্শনের নির্দেশ দেওয়া হলে, তারা কম্পিউটার থেকে তৈরিকৃত জাল সার্টিফিকেট উপস্থাপন করেন। এটি জাল প্রমাণিত হওয়ায় মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ অনুযায়ী শাহিন আলমকে ২০ হাজার টাকা জরিমানা ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং স্বপ্না খাতুনকে ৫ হাজার টাকা জরিমানা ও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মলয় কুমার কুন্ডু উপস্থিত ছিলেন।