Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / বড়াইগ্রামে যুবদলের উদ্যোগে ২ হাজার কম্বল বিতরণ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বড়াইগ্রামে যুবদলের উদ্যোগে ২ হাজার কম্বল বিতরণ

January 21, 2025 07:01:20 PM   জেলা প্রতিনিধি
বড়াইগ্রামে যুবদলের উদ্যোগে ২ হাজার কম্বল বিতরণ

নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রাম উপজেলা যুবদলের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে বনপাড়া পৌরসভা হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে বড়াইগ্রাম উপজেলা যুবদল সভাপতি (ভারপ্রাপ্ত) মো. মোস্তাফিজুর রহমান পারভেল-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি এ.হাই তালুকদার ডালিম।

অনুষ্ঠানে বড়াইগ্রাম উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুল হক বকুল-এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. সাজ্জাদ হোসেন সোহাগসহ সকল ইউনিয়ন যুবদলের সভাপতি-সম্পাদক, বিভিন্ন স্তরের নেতাকর্মী, সাংবাদিক ও সুধীজন।

অনুষ্ঠান শেষে উপজেলার প্রতিটি ইউনিয়ন পর্যায়ে ২ হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণের জন্য ইউনিয়ন যুবদলের সভাপতি ও সম্পাদকের হাতে কম্বল হস্তান্তর করা হয়।