Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / ভেড়ামারায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ভেড়ামারায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

April 01, 2024 12:52:36 AM   উপজেলা প্রতিনিধি
ভেড়ামারায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

উপজেলা প্রতিনিধি, কুষ্টিয়া:
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ব্রাক অফিসে চাকুরীজীবী দম্পতির কন্যা এসএসসি পরীক্ষার্থী মোছাম্মৎ সীমি আজ আত্মহত্যা করেছে। রবিবার দুপুর ১১:৩০ থেকে ১২ ঘটিকার মধ্যে সে ফ্যানের সাথে গলায় ওড়না জড়িয়ে আত্মহত্যা করে মর্মে জানা গেছে।

জানা যায়, ঘটনার সময় অপমৃত্যুর শিকার কার সিমির পিতা-মাতা দুজনেই বাড়িতে ছিলেন না । এ সময় সিমির শিশু ছোট বোন বাড়িতে ছিল তবে সে তাদের ঘরে ছিল না। ভাড়া করা বাড়িতে এই দম্পতি তাদের দুই কন্যা সহ বসবাস করতেন মর্মে জানা যায়।

এসএসসি পরীক্ষার্থী সিমির আত্মহত্যার সংবাদ পেয়ে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মোঃ জহুরুল ইসলাম সহযোগী অফিসার ও ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেন।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জানানা, অভিমান করে সীমি আত্মহত্যা করেছে মর্মে প্রাথমিকভাবে জানা গেছে।
অভিমান করে করে সে আত্মহত্যা করেছে। এই অভিমান তার পিতা-মাতার সাথেও হতে পারে আবার এসএসসি পরীক্ষা খারাপ হয়েছে এ কারণেও সে আত্মহত্যা করে থাকতে পারে। তবে পরিচিত একটি ছেলের সাথে মোবাইল ফোনে সে কথা বলার পরে আত্মহত্যা করেছে মর্মে নিহত সিমির ছোট বোন সাংবাদিকদের  জিজ্ঞাসাবাদের সময় জানিয়েছে।

এদিকে ঘটনা স্থলীয় বাড়ির মালিক এর ভাই মাজেদুল ইসলাম জানান, যেহেতু পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ নাই সেহেতু মানবিক কারণে পোস্টমর্টেম ছাড়াই লাশ দাফনের অনুমতিপ্রাপ্তির জন্য চেষ্টা করছেন তারা।