Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / ভারতে অবস্থানরত হাসিনার বক্তব্যে অসন্তোষ ঢাকার, জানানো হলো দিল্লিতে - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ভারতে অবস্থানরত হাসিনার বক্তব্যে অসন্তোষ ঢাকার, জানানো হলো দিল্লিতে

November 14, 2024 08:22:17 PM   অনলাইন ডেস্ক
ভারতে অবস্থানরত হাসিনার বক্তব্যে অসন্তোষ ঢাকার, জানানো হলো দিল্লিতে

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে বসে দেওয়া বক্তব্য-বিবৃতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান জনকূটনীতি বিভাগের মহাপরিচালক তৌফিক হাসান।

তৌফিক হাসান বলেন, "সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে গিয়ে যে রাজনৈতিক বক্তব্য-বিবৃতি দিচ্ছেন, তা বাংলাদেশ সরকার ভালোভাবে দেখছে না। এ নিয়ে ভারতীয় হাইকমিশনারকে একাধিকবার জানানো হয়েছে এবং ভারত সরকারকে এ বিষয়ে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে।"

তিনি আরও জানান, সাবেক প্রধানমন্ত্রীকে এ ধরনের বক্তব্য থেকে বিরত রাখতে ভারত সরকারকে আহ্বান জানানো হয়েছে। দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার জন্য এই আহ্বান জরুরি বলে উল্লেখ করেন তিনি।

বাংলাদেশে ভারতীয় ভিসা নিয়ে সমস্যা সমাধানের প্রসঙ্গে জানতে চাইলে তৌফিক হাসান জানান, জনবল সংকটের কারণে ভিসা সমস্যার কথা ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে। তৃতীয় দেশের ভিসা, বিশেষ করে জরুরি মেডিকেল ভিসা ও ডাবল এন্ট্রি ভিসা সহজ করার জন্য আলোচনা চলছে। শিক্ষার্থীদের জন্য বুলগেরিয়ার ভিসা আবেদন দিল্লি ছাড়াও বিকল্প হিসেবে হ্যানয় ও জাকার্তায় করার সুযোগ প্রদানেও পদক্ষেপ নেওয়া হয়েছে।