Date: May 07, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / ভোলায় জেলা প্রশাসকের মধ্যস্থতায় ধর্মঘট প্রত্যাহার, ৩ দিন পর ফের বাস চলাচল শুরু - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যে...

ভোলায় জেলা প্রশাসকের মধ্যস্থতায় ধর্মঘট প্রত্যাহার, ৩ দিন পর ফের বাস চলাচল শুরু

May 06, 2025 09:23:52 PM   অনলাইন ডেস্ক
ভোলায় জেলা প্রশাসকের মধ্যস্থতায় ধর্মঘট প্রত্যাহার, ৩ দিন পর ফের বাস চলাচল শুরু

ভোলায় বাস ও সিএনজি শ্রমিকদের সংঘর্ষের প্রতিবাদে ডাকা ধর্মঘট তিন দিন পর প্রত্যাহার করেছে বাস শ্রমিক ইউনিয়ন। এতে করে মঙ্গলবার (৬ মে) দুপুর থেকে পুনরায় বাস চলাচল স্বাভাবিক হয়, যার ফলে জনসাধারণের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

দুপুরে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক মো. আজাদ জাহানের সভাপতিত্বে বাস শ্রমিকদের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী আলোচনার পর বাস ও মিনিবাস শ্রমিক সমিতির নেতৃবৃন্দ ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।

বাস শ্রমিক ইউনিয়নের নেতারা জানান, সিএনজি চালকদের হামলার প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ধর্মঘট আহ্বান করা হয়েছিল। তবে যাত্রীদের দুর্ভোগ ও জেলা প্রশাসনের মধ্যস্থতা বিবেচনায় নিয়ে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

তারা আরও জানান, জেলা প্রশাসক মো. আজাদ জাহান, পুলিশ সুপার মো. শরীফুল হক এবং নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের কাছে তাদের দাবি উপস্থাপন করা হয়েছে এবং প্রশাসনের আশ্বাসে তারা ধর্মঘট প্রত্যাহারে সম্মত হয়েছেন।

জেলা প্রশাসক মো. আজাদ জাহান বলেন, উভয় পক্ষকে শান্তিপূর্ণভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং ভোলার সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত ৪ মে রোববার বিকেল সাড়ে ৫টার দিকে ভোলার বাংলাবাজার এলাকায় রাস্তার পাশে সাইড দেওয়া নিয়ে বাস ও সিএনজি শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়। ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়ে ভেদুরিয়া, বোরহানউদ্দিন, দৌলতখান, চরফ্যাশন, লালমোহন ও কুঞ্জেরহাটসহ জেলার বিভিন্ন এলাকায়। পরবর্তীতে ওই রাতেই বাস শ্রমিক ইউনিয়ন জেলার ৮টি রুটে বাস ধর্মঘটের ঘোষণা দেয়।