
ভেড়ামারা প্রতিনিধি:
কুষ্টিয়ার ভেড়ামারায় পরিত্যক্ত অবস্থায় দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার করেছে ভেড়ামারা থানা পুলিশ।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় উপজেলার ধরমপুর ইউনিয়নের কাজিহাটা গোরস্থানপাড়ায় স্থানীয় বাসিন্দা মৃত মান্নানের বাঁশ বাগানে এ অস্ত্র ও গুলি পাওয়া যায়।
ভেড়ামারা থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা থানার এসআই সিমরুল হাসানের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি দেশীয় তৈরি অস্ত্র, একটি চায়না রাইফেলের তাজা গুলি এবং একটি শর্টগানের তাজা রাবার বুলেট।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শহিদুল ইসলাম বলেন, “পরিত্যক্ত অবস্থায় ভেড়ামারার কাজিহাটা এলাকা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”