
ভেড়ামারা প্রতিনিধি:
কুষ্টিয়ার ভেড়ামারায় জোরপূর্বক বিড়ি কারখানা জবরদখল, মালামাল ও নগদ টাকা লুট এবং ভাঙচুরের ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের হয়েছে। এতে অজ্ঞাত আরও চার-পাঁচজনকে আসামি করা হয়েছে। পুলিশ ইতোমধ্যে একজনকে আটক করেছে।
রবিবার বাহাদুরপুর ইউনিয়নের মোসলেমপুর গ্রামের মৃত জাহান আলীর ছেলে মোঃ মামুন (৩৭) কে তার বাড়ি থেকে আটক করে কুষ্টিয়া কারাগারে পাঠানো হয়েছে।
মোসলেমপুর গ্রামের মোছাঃ শাহিনুর বেগম (৫০) গত ২৪ এপ্রিল মামলাটি দায়ের করেন। আসামিরা হলেন এনামুল হক বিদ্যুৎ (৪০), মোঃ সানু (৩৮) ও মোঃ মামুন (৩৭)।
অভিযোগে বলা হয়, ২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি রাত ৮টায় আসামিরা দেশীয় অস্ত্রসহ তার মালিকানাধীন “স্পেশাল সাহেব বিড়ি” কারখানায় হামলা চালায়। এ সময় তার ছেলে মোঃ আশিকুজ্জামান ও কর্মচারী স্বপন প্রতিবাদ করলে তাদের মারধর করা হয় এবং পঞ্চাশ হাজার টাকার ক্ষতি করা হয়।
এছাড়া পাঁচ লক্ষ টাকার তামাক, দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার ব্যান্ডরোল, তিন লক্ষ টাকার মিক্সার মেশিন ও কারখানার লাইসেন্স জোরপূর্বক নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
মামলার বাদী জানান, আসামিরা লাইসেন্স ব্যবহার করে তার ব্র্যান্ডে ব্যবসা চালিয়ে যাচ্ছে এবং তাদের পরিবারকে এলাকায় ফিরতে দিচ্ছে না। মামলা নং ২৬।