
ময়মনসিংহের মুক্তাগাছায় সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ মার্চ) জুমার নামাজের পর মুক্তাগাছা প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সম্প্রতি সাংবাদিক মীর সবুর আহম্মেদের মোটরসাইকেল চুরি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ জানিয়ে মানববন্ধনে সাংবাদিক, আইনজীবী, শিক্ষাবিদ ও সচেতন নাগরিকরা অংশ নেন। তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক ফেরদৌস আলম, সাইফুজ্জামান দুদু, আইনজীবী নাজমুল হক, শিক্ষাবিদ শামীম, জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি ডা. মকামে মোহাম্মদ এবং ময়মনসিংহ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সম্পাদক খাইরুল ইসলাম।
বক্তারা বলেন, সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নানা হুমকির সম্মুখীন হচ্ছেন। তারা রাজনৈতিক প্রভাবমুক্তভাবে অপরাধ দমন ও সামাজিক সহিংসতা প্রতিরোধে প্রশাসনের কার্যকরী ভূমিকা রাখার আহ্বান জানান।
মীর সবুর আহম্মেদের মোটরসাইকেল চুরির ঘটনায় মুক্তাগাছার মানুষ ক্ষোভ প্রকাশ করেছে। অভিযোগ রয়েছে, তিনি দখলবাজ, টেন্ডারবাজ ও কালোবাজারিদের বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ করায় পরিকল্পিতভাবে তার মোটরসাইকেলটি চুরি করা হয়েছে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা আশাবাদ ব্যক্ত করেন যে, প্রশাসন দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করবে।