
দেশজুড়ে ডেস্ক:
রাজধানীর মুগদা ও কামরাঙ্গীরচর এলাকা হতে ৯ হাজার একশ’ ৬পিস ইয়াবা ও ৪ কেজি গাঁজাসহ ৩ মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০।
মঙ্গলবার র্যাব-১০ এর একটি দল মুগদা থানাধীন মানিকনগর এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ২৭ লক্ষ ৩১ হাজার ৮শ’ টাকা মূল্যের ৯ হাজার একশ’ ৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদকব্যবসায়ীরা হলেন- তাজেল (৪৬) ও মুরাদ (৪৫)। এসময় তাদের নিকট থেকে ০৩টি মোবাইল ফোন ও মাদক বিক্রয়ের নগদ- ৯৯ হাজার টাকা উদ্ধার করা হয়।
এছাড়া গত সোমবার র্যাব-১০ এর অপর একটি দল কামরাঙ্গীরচর থানাধীন মাদবর বাজার ট্রলার ঘাট এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে ৪ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ সবুজ (২১)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা র্যাবকে জানায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা ও গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মাদক মামলা রুজু করা হয়েছে।