Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / মাগুরায় ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

মাগুরায় ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন

February 21, 2025 07:51:42 PM   জেলা প্রতিনিধি
মাগুরায় ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন

মাগুরা প্রতিনিধি:
মাগুরায় ২১ ফেব্রুয়ারি এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ।

মাগুরা জেলা প্রশাসক মো. ওহিদুল ইসলাম ও পুলিশ সুপার মিনা মাহমুদা মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণে অবস্থিত মাগুরা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

এছাড়া, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী ও সামাজিক সংগঠনের পক্ষ থেকেও শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার পক্ষ থেকেও ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

এরপর, জেলা প্রশাসকের আয়োজনে সকাল ৭টায় একটি প্রভাতফেরী বের করা হয়। প্রভাতফেরীটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজে গিয়ে শেষ হয়।