Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / মাগুরা মেডিকেল কলেজ নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে সড়ক অবরোধ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

মাগুরা মেডিকেল কলেজ নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে সড়ক অবরোধ

March 04, 2025 08:11:02 PM   জেলা প্রতিনিধি
মাগুরা মেডিকেল কলেজ নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে সড়ক অবরোধ

মাগুরা প্রতিনিধি:
মাগুরা মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে ও দ্রুত স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবিতে প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন, বিক্ষোভ মিছিল এবং সড়ক অবরোধ করেছে মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা এবং স্থানীয় বাসিন্দারা।

মঙ্গলবার (৪ মার্চ) বেলা ১১ টায় মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা এবং স্থানীয়রা অংশগ্রহণ করেন। সভায় বক্তব্য দেন বিএনপি ও জামায়াতের মাগুরা জেলার শীর্ষ পর্যায়ের নেতারা। এছাড়াও উপস্থিত ছিলেন মাগুরা জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আব্দুর রহিম, মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, সহ বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের ভায়না মোড়ে গিয়ে ৬ রাস্তার প্রবেশ মুখে অবস্থান নিলে ঢাকা-খুলনা মহাসড়ক, ঢাকা-কুষ্টিয়া মহাসড়ক এবং স্থানীয় রুটে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। প্রায় ৩০ মিনিট অবস্থানের পর পুলিশের অনুরোধে অবরোধকারীরা সড়ক ছেড়ে দিলে দেড় ঘণ্টা পর শহরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।