
জাবি সংবাদদাতা:
ঢাকা মেট্রোরেলের চলমান প্রকল্প সাউদার্ন রুট-৫ পূর্বমুখী স্টেশন হেমায়েতপুরের স্থলে নবীনগর পর্যন্ত সম্প্রসারণ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি স্টেশন স্থাপনের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, জুলাই আন্দোলনসহ বিভিন্ন সময়ে জাহাঙ্গীরনগরের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং আশপাশের মানুষের আত্মত্যাগের বিষয়টি স্মরণীয়। ঢাকা-সাভার সংযুক্ত যাতায়াতে দীর্ঘ যানজট, অনুন্নত সড়কব্যবস্থা ও সময় অপচয়ের কারণে শিক্ষার্থীরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি কর্মজীবী মানুষ অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ছেন। মেট্রোরেল নবীনগর পর্যন্ত সম্প্রসারিত হলে এসব সমস্যা অনেকাংশে লাঘব হবে।
স্মারকলিপিতে আরও বলা হয়, বর্তমানে হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ (১৩.৫০ কিমি পাতাল ও ৬.৫০ কিমি উড়াল) মেট্রোরেল নির্মাণাধীন। এই রুট নবীনগর পর্যন্ত সম্প্রসারিত করা হলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৫ হাজার শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ আশুলিয়া ও সাভার অঞ্চলের লাখো মানুষ উপকৃত হবেন।
সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়, সড়কপথে সময় অপচয়ের কারণে শিক্ষাজীবন ও কর্মজীবনে নেতিবাচক প্রভাব পড়ছে। দ্রুত, নিরাপদ ও সময়সাশ্রয়ী যাতায়াতব্যবস্থা প্রতিষ্ঠা করতে হলে জাহাঙ্গীরনগরে স্টেশন স্থাপন এবং রুটটি নবীনগর পর্যন্ত সম্প্রসারণ সময়োপযোগী পদক্ষেপ হবে।
এ বিষয়ে জাবি শাখা শিবিরের সভাপতি মহিবুর রহমান মুহিব বলেন, “এই অঞ্চলটি মেট্রোরেল সংযুক্ত হলে শিক্ষার্থীদের পাশাপাশি আশপাশের কয়েক লাখ মানুষ উপকৃত হবে। এখনই বিষয়টি বিবেচনায় নেওয়া সময়ের দাবি।”
স্মারকলিপি গ্রহণকালে মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ দাবিকে যৌক্তিক ও প্রয়োজনীয় হিসেবে উল্লেখ করে বলেন, “পরবর্তী মিটিংয়েই নবীনগর পর্যন্ত বর্ধিতকরণ প্রসঙ্গটি উপস্থাপন করা হবে।”
এ সময় আরও উপস্থিত ছিলেন জাবি শিবিরের অফিস সম্পাদক মাজহারুল ইসলাম।