Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেল পলাতক আসামি আব্দুল মতিন বংশাল থেকে গ্রেপ্তার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেল পলাতক আসামি আব্দুল মতিন বংশাল থেকে গ্রেপ্তার

October 06, 2024 07:47:35 PM   নিজস্ব প্রতিবেদক
মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেল পলাতক আসামি আব্দুল মতিন বংশাল থেকে গ্রেপ্তার

রাজধানীর বংশাল এলাকা থেকে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আব্দুল মতিনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৬ অক্টোবর দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি দল ঢাকার জল্লাবাজার এলাকায় অভিযান চালিয়ে মতিনকে গ্রেপ্তার করে। আব্দুল মতিন ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানার একটি হত্যা মামলায় ২০১৮ সালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হন। দীর্ঘদিন ধরে জেল থেকে পালিয়ে আত্মগোপনে ছিলেন তিনি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মতিন নিজের পলাতক অবস্থার কথা স্বীকার করেছেন। জেল পালানোর পর তিনি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। বর্তমানে তাকে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-১০।