Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে হাতীবান্ধায় মানববন্ধন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে হাতীবান্ধায় মানববন্ধন

April 30, 2025 08:21:22 PM   উপজেলা প্রতিনিধি
মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে হাতীবান্ধায় মানববন্ধন

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুফিয়া বেগমের বিরুদ্ধে চাঁদা দাবি ও মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ তুলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) সকালে উপজেলার ভেলাগুড়ি-হাতীবান্ধা সড়কের দইখাওয়া বাজারে স্থানীয় ব্যবসায়ী সমিতির ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে দইখাওয়া বাজারের ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি এবং এলাকাবাসী অংশ নেন।

ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শারাফাত আলী বলেন, শুধু টাকা না পাওয়ার কারণেই আব্দুস সোবাহানের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং প্রধান শিক্ষক সুফিয়া বেগমকে অবিলম্বে বহিষ্কারের দাবি জানাচ্ছি।

স্থানীয় ব্যবসায়ী হারুন অর রশিদ বলেন, সোবাহান একজন ভদ্র ও মিষ্টভাষী মানুষ। প্রধান শিক্ষক সুফিয়া বেগম তাকে ডেকে নিয়ে মারধর করেন এবং জিম্মি করে ১৫ লাখ টাকা দাবি করেন। টাকা না পেয়ে পরে নিজেরাই একটি মিথ্যা মামলা দিয়ে তাকে জেলে পাঠিয়েছেন।

মানববন্ধনে বক্তারা প্রধান শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি এবং মিথ্যা মামলায় আটক আব্দুস সোবাহানের নিঃশর্ত মুক্তি দাবি করেন।