Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / মাদকাসক্তির অন্ধকার জগত থেকে আলোর পথে প্রত্যাবর্তন ৪৩ ছাত্রের - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

মাদকাসক্তির অন্ধকার জগত থেকে আলোর পথে প্রত্যাবর্তন ৪৩ ছাত্রের

January 31, 2023 03:19:16 AM   দেশজুড়ে ডেস্ক
মাদকাসক্তির অন্ধকার জগত থেকে আলোর পথে প্রত্যাবর্তন ৪৩ ছাত্রের

দৌলতপুর প্রতিনিধি, কুষ্টিয়া:
দৌলতপুর উপজেলার চারটি ইউনিয়ন সীমান্ত বেষ্টিত। এখানে দীর্ঘ সময় ধরে মাদক ব্যবসা, মাদক চোরাচালান ও মাদকাসক্তের কারণে সামাজিক জীবনে এক অস্তিরতা বিরাজ করছিল। মা-বাবা তাদের আদরের সন্তানের হাতে ছিল নিষ্পেষিত। এমনকি পরিবারের অনেক সদস্য বিপথে যাওয়ার কারণে অশান্তি ও ক্ষেত্র বিশেষ অনেক পরিবার নিঃস্ব হয়ে যায়।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, বর্তমান ইউএনও মো. আব্দুল জব্বার যোগদানের পর এ বিষয়ে সকলের সাথে করণীয় নির্ধারণ করার জন্য মতবিনিময়, পথ সভা, রোড শো এর মত সামাজিক সচেতনতা কর্মসূচি হাতে নেন। পরর্বতীতে জেলা প্রশাসকের নির্দেশক্রমে বৃহৎ এ জনগোষ্ঠী ও মাদকাসক্তদের কিভাবে স্বাভাবিক জীবনে ফেরত আনা যায় সে বিষয়ে সমন্বিত কর্ম উদ্যোগ হাতে নেন। উপজেলা নির্বাহী অফিসার মাসিক আইন শৃঙ্খলা কমিটিতে সকল চেয়ারম্যানের সম্পৃক্ততা নিয়ে অফিসার ইনচার্জ এর সাথে বসে কর্মপন্থা ঠিক করে। এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান, সকল চেয়ারম্যান সাধারণ মানুষ এগিয়ে আসে।

সূত্র জানায়, বিষয়টি নিয়ে সার্বিক দিক নির্দেশনার জন্য জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট কর্মপন্থা প্রণয়নে দিক নির্দেশনা দেন। পরে অফিসার ইনচার্জ, দৌলতপুরকে সাথে নিয়ে বিভিন্নভাবে মাদকের উৎস্য সনাক্তকরন, রুট চিহ্নিতকরন, বিক্রি পয়েন্ট চিহ্নিত করে মোবাইল কোট পরিচালনা ও রেগুলার মামলা করা হয়। সচেতনতা হিসেবে যেখানে যেখানে দরকার সেখানে পথসভা করেছেন। ইউএনও মো. আব্দুল জব্বার বিভিন্ন স্কুলের ছাত্রদের মাদক থেকে দূরে রাখতে প্রচার প্রচারণা চালায়। মাদকের ক্ষতিকর দিকগুলো ছাত্র ও সাধারণ মানুষের মাঝে তুলে ধরেন। এ প্রয়াসে সারা বছরব্যাপী মাদক নিয়ন্ত্রণের প্রচেষ্টার ফসল ইতোমধ্যে আসতে শুরু করেছে।

ইউএনও কার্যযালয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন পূর্বে ৪৩ জন ছাত্র মাদক ছেড়ে আলোর পথে আসছে। এরই ধারাবাহিতায় প্রাগপুর ইউনিয়নে ২৩ জন মাদকাসক্ত অস্বাভাবিক জীবন ছেড়ে আলোর পথে পা বাড়াল। এক বর্নাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ফুল দিয়ে তাদের বরণ করে নেওয়া হয়। গ্রাগপুর ইউনিয়নের চেয়ারম্যান দীর্ঘদিন এ বিষয়টি নিয়ে কাজ করে আসছেন। তিনি এ উদ্যোগে সকল শক্তি দিয়ে সহায়তা করেছেন। অনুষ্ঠানে এ এ সফল উদ্যোগের আরেক সদস্য মজিবুর রহমান, অফিসার ইনচার্জ, দৌলতপুর উপস্থিত ছিলেন। আয়োজনকে সফল করতে বীট অফিসার প্রাগপুর, তেকালা ক্যাম্প উপস্থিত ছিলেন। যে ২৩ জন মাদক/মাদকের ব্যবসা ছেড়ে আলোর পথে পা বাড়াল তাদের চোখে মুখে প্রশান্তির উচ্ছ্বাস।

এদিকে স্থানীয়রা উপজেলা নির্বাহী অফিসার ও তার কর্মপ্রচেষ্টার ফসল হিসেবে কর্ম উদ্যোগ গ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ জানান। উপজেলা নির্বাহী অফিসারের উদ্যোগে ইতোমধ্যে যে সকল সদস্য মাদক ছেড়ে আলোর পথে আসলেন তাদের পরিবারে শুরু হয়েছে শান্তির সুবাতাস। মাদক নিয়ন্ত্রণে ইউএনও মো. আব্দুল জব্বার ও তার টিমের সকল সদস্যকে ধন্যবাদ জানান এসব পরিবারের সদস্যরা।