Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / মধুপুরে সওদাগরদের বিরুদ্ধে সর্বস্তরের জনতার বিক্ষোভ মিছিল - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

মধুপুরে সওদাগরদের বিরুদ্ধে সর্বস্তরের জনতার বিক্ষোভ মিছিল

April 26, 2025 08:35:53 PM   অনলাইন ডেস্ক
মধুপুরে সওদাগরদের বিরুদ্ধে সর্বস্তরের জনতার বিক্ষোভ মিছিল

টাঙ্গাইলের মধুপুরে সওদাগরদের সন্ত্রাস, চাঁদাবাজী, মাদকব্যবসা ও সাধারণ মানুষের উপর অত্যাচারের প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। "সওদাগর হঠাও, মধুপুর বাঁচাও" স্লোগানে টাঙ্গাইলের মধুপুরে সর্বস্তরের জনগণের আয়োজনে এই বিক্ষোভ মিছিলটি বের করা হয়।

শনিবার বিকেলে মধুপুর রানী ভবানী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে মিছিলটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মধুপুর বাসস্ট্যান্ডের আনারস চত্তরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক আনোয়ার হোসেন তুহীনসহ অন্যান্যরা। তুহীন তার বক্তব্যে বলেন, "মধুপুরে সওদাগরদের সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজী, মাদকব্যবসা ও সাধারণ মানুষের উপর অত্যাচারে মধুপুরবাসী আজ অতিষ্ঠ।" তিনি মধুপুরবাসীকে ঐক্যবদ্ধ হয়ে এ অপকর্মগুলো প্রতিহত করার আহ্বান জানান।

বিক্ষোভ মিছিলে প্রায় এক হাজারেরও বেশি লোক অংশগ্রহণ করেন। মিছিলটি রানীভবানী মাঠে গিয়ে শেষ হয়, যেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।