
মাধবপুর প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলা পৌর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে কাভার্ড ভ্যান ও অটোরিকশার মুখামুখি সংঘর্ষে এক মহিলা নিহত হয়েছেন। রবিবার (১২ মার্চ) সন্ধ্যা ৬ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মহিলার নাম হেলেনা বেগম (৫০), হেলেনার স্বামী আজিজ মিয়া পৌরসভার পশ্চিম মাধবপুরের বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হেলেনা বেগম মাধবপুর বাজার থেকে ব্যাটারী চালিত অটোরিকশায় চড়ে পশ্চিম মাধবপুরের নিজ বাড়িতে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা সিলেটগামী একটি দ্রুতগতিসম্পন্ন কাভার্ড ভ্যান (ঢাকা-মেট্রো উ-১৪১১৫৮) অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দিলে হেলেনা বেগম এবং অটোচালক আলীনগর গ্রামের আব্দুস সাত্তারের পুত্র নুর আলম ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন।
পথচারীরা আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক হেলেনা বেগমকে মৃত ঘোষণা করেন। আহত অটোচালক নুর আলমকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ কাভার্ড ভ্যানটি আটক করলেও চালক পালিয়ে গেছে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে পুলিশ জানিয়েছে।