Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / মেন্দিপুর জয়দুর্গা আশ্রমে আগুন, ঘর পুরে ছাই - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

মেন্দিপুর জয়দুর্গা আশ্রমে আগুন, ঘর পুরে ছাই

March 01, 2025 07:10:16 PM   উপজেলা প্রতিনিধি
মেন্দিপুর জয়দুর্গা আশ্রমে আগুন, ঘর পুরে ছাই

মোহনগঞ্জ প্রতিনিধি, নেত্রকোনা:
নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলার মোহনগঞ্জ পার্শ্ববর্তী মেন্দিপুর গ্রামে সর্বধর্ম মিশনের অন্তর্গত মেন্দিপুর জয়দুর্গা আশ্রমের একটি ঘর মধ্যরাতে আগুনে পুরে ছাই হয়ে গেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন খালিয়াজুড়ি থানার ওসি মকবুল হোসেন।

শনিবার, আগুনের সূত্রপাত কিভাবে তা খুঁজে বের করতে পুলিশের কাছে দাবি জানিয়েছেন আশ্রমের সেক্রেটারি মলয় কুমার চৌধুরী। তিনি দাবি করেছেন, যদি কোনো দুষ্কৃতকারী এর সাথে জড়িত থাকে, তাহলে তাদের চিহ্নিত করা প্রয়োজন।

খালিয়াজুড়ি থানার ওসি মো. মকবুল হোসেন জানিয়েছেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আগুনটি বিদ্যুৎতের লাইন থেকে নাকি কোনো দুষ্কৃতকারী এর সাথে জড়িত, তা তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।