Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / মুন্সীগঞ্জের শ্রীনগর হতে ফেনসিডিলসহ গ্রেফতার ২ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

মুন্সীগঞ্জের শ্রীনগর হতে ফেনসিডিলসহ গ্রেফতার ২

May 06, 2023 08:16:43 PM   নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের শ্রীনগর হতে ফেনসিডিলসহ গ্রেফতার ২

মুন্সীগঞ্জের শ্রীনগর এলাকা হতে ফেনসিডিলসহ ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে। শুক্রবার র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন  তিনদোকান বাজার ও একই থানাধীন ঝুমুর সিনেমা  হল রোড এলাকায় ০২টি পৃথক অভিযান পরিচালনা করে আনুমানিক একলক্ষ বিরানব্বইত হাজার টাকা মূল্যের ৬৪ বোতল ফেনসিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম মেহেদী হাসান অমি (৩২) ও শেখ ওয়াহিদ (৪১) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ০৪টি মোবাইল ফোন ও মদক বিক্রয়ের নগদ ত্রিশ হাজার পাঁচশত পঞ্চাশ টাকা টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দক্ষিন কেরাণীগঞ্জ ও লালবাগসহ আশপাশের বিভিন্ন এলাকায় হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মাদক মামলা রুজু করেছে র‌্যাব।