Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / মোবাইলে ভিডিও রেকর্ড চালু রেখে ব্যবসায়ীর আত্মহত্যা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

মোবাইলে ভিডিও রেকর্ড চালু রেখে ব্যবসায়ীর আত্মহত্যা

March 05, 2025 08:56:36 PM   উপজেলা প্রতিনিধি
মোবাইলে ভিডিও রেকর্ড চালু রেখে ব্যবসায়ীর আত্মহত্যা

কুড়িগ্রামে মোবাইল ফোনের ভিডিও রেকর্ড চালু রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক মিষ্টি ব্যবসায়ী। বুধবার (৫ মার্চ) সকালে নাগেশ্বরী উপজেলার কচাকাটা বাজারের একটি মিষ্টির দোকান থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত ব্যবসায়ীর নাম সুরজিৎ মণ্ডল। তিনি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সমাধীনগর ইউনিয়নের হাবাসপুর আগপোটরা গ্রামের গোবিন্দ মণ্ডলের ছেলে।

জানা গেছে, আত্মহত্যার আগে তিনি একটি চিরকুট লিখে যান। সুরজিৎ মণ্ডল দীর্ঘদিন ধরে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা বাসস্ট্যান্ড এলাকায় ‘অর্পিতা সুইটস’ নামে একটি দোকান পরিচালনা করতেন। মঙ্গলবার রাতে তিনি নিজ দোকানের ভেতরে ঘরের আঁড়ার সঙ্গে রশি দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন।

তার লেখা চিরকুটের একাংশে উল্লেখ রয়েছে— "হে কচাকাটা বাসিন্দাবৃন্দ, ওরা বুঝি আমাকে এখানে ব্যবসা করতে দেবে না। ওরা এতদিন পর্দা দিল, তাতে কোনো দোষ নাই। কিন্তু এখন আমার দোকানের সামনেই আমার টেবিল ও সাইনবোর্ড পর্দা রাখতে দিতে দেয় না। ও বিভিন্ন কারণে অনেক হয়রানি..."

স্থানীয়রা জানান, সুরজিৎ মণ্ডল দীর্ঘদিন ধরে স্থানীয় মিলন মিয়ার ঘর ভাড়া নিয়ে মিষ্টির ব্যবসা করে আসছিলেন। কয়েক মাস আগে ওই ঘর ছেড়ে পাশের একটি ঘর ভাড়া নিয়ে মিষ্টি তৈরির কারখানা বসান এবং সামনের রাস্তায় টেবিল-চেয়ার বসিয়ে মিষ্টি বিক্রি করতেন।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আত্মহত্যাকারীর ভিডিও বার্তা ও হাতে লেখা চিরকুট উদ্ধার করা হয়েছে। তবে উক্ত চিরকুটে তিনি কারও বিরুদ্ধে অভিযোগ করেননি। মোবাইল ফোন বন্ধ হয়ে যাওয়ায় ভিডিও রেকর্ডটি এখনো দেখা সম্ভব হয়নি। তদন্ত শেষ হলে তার আত্মহত্যার কারণ স্পষ্ট হবে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে।