
ময়মনসিংহ সংবাদদাতা:
ময়মনসিংহে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সদর উপজেলাধীন শম্ভুগঞ্জ শাখা হেযবুত তওহীদের আয়োজনে এ কর্মী সম্মেলন ও সর্বাত্মক প্রচারকার্য বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন শম্ভূগঞ্জ শাখা হেযবুত তওহীদের সভাপতি আবুল কাইয়ুম নয়ন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা হেযবুত তওহীদের সাধারণ সম্পাদক বাচ্চু মিয়া, সাংগঠনিক সম্পাদক এজেডএম নাজমুল ইসলাম প্রমুখ।
মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা হেযবুত তওহীদের সভাপতি হাবিবুর রহমান হাবিব।
মুখ্য আলোচকের বক্তব্যে হাবিবুর রহমান হাবিব ঈদ পরবর্তী নানামুখী কার্যক্রম গ্রহণের বিষয়ে তুলে ধরেন এবং হেযবুত তওহীদের সকল সদস্যদেরকে সকল কাজে সম্মিলিতভাবে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানান এবং হুজুগ, গুজব ও জঙ্গিবাদের বিরুদ্ধে জনসচেতনতা লক্ষ্যে কাজ করার জন্য আহবান করেন।