
পাবনা হেযবুত তওহীদ কার্যালয়ে সন্ত্রাসী হামলা চালিয়ে সুজন নামের এক তরুণ কর্মীকে খুন ও দশজনকে গুরুতর আহত করার বিচারের দাবিতে ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হককে স্মারকলিপি প্রদান করেছে ময়মনসিংহ জেলা হেযবুত তওহীদ।
রবিবার সকালে হেযবুত তওহীদের ময়মনসিংহ জেলা সভাপতি মোঃ হাবিবুর রহমানের নেতৃত্বে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশ করা হয়।
সংক্ষিপ্ত আলোচনা ও মানববন্ধন শেষে ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক এর বরাবর স্মারকলিপি প্রদান নেতৃবৃন্দ। এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা সাধারণ সম্পাদক মোঃ বাচ্চু মিয়া, ময়মনসিংহ মহানগর হেযবুত তওহীদ এর সভাপতি মোঃ সাদ্দনুর রহমান রহমান শান্ত, বিভাগীয় রাজনৈতিক বিষয়ক সম্পাদক মোঃ রহমতউল্লাহ রানা, ময়মনসিংহ জেলা হেযবুত তওহীদের রাজনৈতিক বিষয়ক সম্পাদক এ জেড এম নাজমুল ইসলাম, নারী বিষয়ক সম্পাদিকা সাখী আক্তার কলি, নান্দাইল উপজেলার সভাপতি মোঃ আতাউর রহমান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।