Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / মার্কিন প্রতিনিধি দলের হালতিবিল পরিদর্শন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

মার্কিন প্রতিনিধি দলের হালতিবিল পরিদর্শন

February 10, 2025 06:20:38 PM   জেলা প্রতিনিধি
মার্কিন প্রতিনিধি দলের হালতিবিল পরিদর্শন

নাটোর প্রতিনিধি:
নাটোরের নলডাঙ্গা উপজেলার হালতিবিলের ব্লকের বিভিন্ন কৃষিজমি ও ফসল পরিদর্শন করেছেন ঢাকাস্থ মার্কিন দূতাবাসের একটি প্রতিনিধি দল।  সোমবার দুপুরে সরেজমিনে তারা পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে প্রতিনিধি দলের প্রধান মিস সারাহ জেলেস্কি ও মার্কিন দূতাবাস কর্মকর্তা তানভীর আহমেদ স্থানীয় কৃষকদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় শেষে মিস সারাহ জেলেস্কি কৃষকদের সাথে নিয়ে বিভিন্ন চাষাবাদকৃত ফসল ঘুরে দেখেন। এ সময় তিনি কৃষি কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং কৃষিক্ষেত্রে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কিশোয়ার হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাজ্জাদ হোসেন, বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ)-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ফজলে রাব্বী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইদুল ইসলাম, খোকন হোসেন, সোহেল রানা, শামিম হোসেনসহ স্থানীয় কৃষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।