Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / মির্জাপুরে পহেলা বৈশাখে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

মির্জাপুরে পহেলা বৈশাখে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন

April 14, 2025 08:44:04 PM   উপজেলা প্রতিনিধি
মির্জাপুরে পহেলা বৈশাখে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন

মির্জাপুর প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাঙালির ঐতিহ্যবাহী উৎসব পহেলা বৈশাখ এবং বাংলা নববর্ষ ১৪৩২।

সোমবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে মির্জাপুর পুরাতন বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। শোভাযাত্রায় নতুন বছরকে বরণ করতে অংশগ্রহণ করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৭ আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী, উপজেলা নির্বাহী কর্মকর্তা  এ.বি.এম আরিফুল ইসলাম, মির্জাপুর সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান এবং পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিয়া।

এ আয়োজনে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা, বীর মুক্তিযোদ্ধাগণ, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণ।

নতুন বছরকে ঘিরে মির্জাপুরে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ, যা বাঙালির চিরায়ত সংস্কৃতি ও ঐতিহ্যের অনন্য বহিঃপ্রকাশ।