Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / মুলাদীতে একুশে ফেব্রুয়ারি উদযাপন: শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

মুলাদীতে একুশে ফেব্রুয়ারি উদযাপন: শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ

February 21, 2025 06:20:30 PM   উপজেলা প্রতিনিধি
মুলাদীতে একুশে ফেব্রুয়ারি উদযাপন: শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ

বরিশালের মুলাদী উপজেলা সরকারি ডিগ্রি কলেজ মাঠে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাংবাদিকরা।

প্রথমে ফুল অর্পণ করেন মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিজাম উদ্দিন। এরপর পুষ্পস্তবক অর্পণ করেন মুলাদী থানার অফিসার ইনচার্জ মোঃ জহিরুল আলম।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মুল দলের নেতা আঃ সাত্তার খানের অনুসারীরা এবং বিএনপির আরেক নেতা মোঃ জয়নাল আবেদীনের পক্ষ থেকেও ফুল অর্পণ করা হয়। এছাড়া, যুবদলের নেতা মোঃ রফিকুল ইসলাম ঢালী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামের মুলাদী উপজেলার নেতা মাওলানা মোঃ আবু সালেহও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়া, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুলাদী অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোঃ ফিরোজ রাড়ী, সাধারণ সম্পাদক মোঃ শামীম সরদার, যুগ্ম সম্পাদক মোঃ বাকী উল্লাহ, দপ্তর সম্পাদক মোঃ কামালুল ইসলাম, সদস্য মোঃ রায়হান চৌকিদার ও মোঃ রাসেল।

একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।