মুলাদী প্রতিনিধি:
বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনের নবনির্বাচিত প্রার্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র কেন্দ্রীয় কমিটির নেতা মো. আলহাজ্ব অ্যাডভোকেট জয়নাল আবেদীন মুলাদী হাই স্কুল মাঠ প্রাঙ্গণে ইফতার মাহফিলের আয়োজন করেছেন। ইফতার মাহফিলে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক জনসাধারণের উপস্থিতিতে মাঠ জনসমুদ্রে পরিণত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জয়নাল আবেদীন বলেন, অন্যায়, অবিচার ও লুটপাট করে খাওয়ার রাজনীতি আর চলবে না। কেউ যদি এসব কাজে লিপ্ত হয়, তাহলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে বলে তিনি কঠোর নির্দেশনা দেন।