
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের তিনটি উপজেলা পরিষদের নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে। ৮ মে অনুষ্ঠিত নির্বাচনে বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন মো. আজির উদ্দিন, জুড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন কিশোর রায় চৌধুরী মনি, কুলাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে মাওলানা মো. শাহেদ খান চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন।
এদিন ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সুষ্ঠুভাবেই নির্বাচন অনুষ্ঠিত হয়। কোথাও কোন অপ্রতিকর ঘটনার সংবাদ পাওয়া যায় নি।
তাছাড়া ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন জুড়ী উপজেলায় জুয়েল আহমদ, কুলাউড়া উপজেলায় প্রভাষক মঈনুল হোসেন এবং বড়লেখায় আবিদুর রহমান বিজয়ী হয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে জুড়ী উপজেলা শিল্পী বেগম, কুলাউড়া উপজেলা পপি আক্তার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন এবং বড়লেখা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে কোন নির্বাচন হয়নি।