
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ২৮ নং ওয়ার্ডের আকুয়ার বাঁশবাড়ি কলোনিতে গুলবাগ সমাজ সংঘের উদ্যোগে নান্দনিক সবুজের অলংকরণের পর সারাদেশে মডেল হয়ে উঠছে। এতে হয়ে উঠছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের রাস্তা আরো পরিবেশবান্ধব। গত ১৬ আগস্ট বিকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু পরিদর্শন করেন এবং তিনি উদ্যোগ গ্রহণকারী গুলবাগ সমাজ সংঘকে ধন্যবাদ জানান।
এ সময় উপস্থিত ছিলেন, গুলবাগ সমাজ সংঘের সভাপতি মোহাম্মদ উমর শরীফ, ২৮নং ওয়ার্ড কাউন্সিলর কায়সার জাহাঙ্গীর, মহানগর যুবলীগ নেতা মাহবুব আলম রাপেল, সংরক্ষিত মহিলা কাউন্সিলর কাওছারী জান্নাত প্রমুখ। এ সময় মসিক মেয়র এলাকার মানুষের সাথে সাক্ষাৎ করেন এবং তাদের দুঃখ কষ্টের কথা শুনেন এবং বিভিন্ন সমস্যার সমাধানের আশ্বাস দেন।
গুলবাগ সমাজ সংঘের সভাপতি মো. ওমর শরীফ বলেন, আমি ও আমার সংগঠনের সকল সদস্য সব সময় চেষ্টা করি পরিবেশ সুন্দর রাখতে এরই ধারাবাহিকতায় এই ক্ষুদ্র প্রচেষ্টা করা। আমি মনে করি এমন উদ্যোগ যদি আরো নেয়া হয় তাহলে পরিবেশের ভারসাম্য বজায় থাকবে ও পরিবেশ আরো সুন্দর হবে।