Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / মোহনগঞ্জে জিনিয়াস স্কলারশিপ এসোসিয়েশন কর্তৃক বৃত্তি প্রদান - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

মোহনগঞ্জে জিনিয়াস স্কলারশিপ এসোসিয়েশন কর্তৃক বৃত্তি প্রদান

February 26, 2025 07:46:17 PM   উপজেলা প্রতিনিধি
মোহনগঞ্জে জিনিয়াস স্কলারশিপ এসোসিয়েশন কর্তৃক বৃত্তি প্রদান

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি:
মোহনগঞ্জে ন্যাশনাল প্রি ক্যাডেট স্কুলের উদ্যোগে জিনিয়াস স্কলারশিপ এসোসিয়েশন কর্তৃক বৃত্তি প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। বুধবার মোহনগঞ্জ মহিলা কলেজ হলরুমে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, সম্মাননা, সনদ প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ করা হয়।

এই বৃত্তি প্রদান প্রতিযোগিতায় মোহনগঞ্জ, বারহাট্টা ও ধর্মপাশা উপজেলার ১০টি কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা অংশ নেন। প্রতিযোগিতার মাধ্যমে ৭৫ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেন। এছাড়া, ন্যাশনাল প্রি ক্যাডেট স্কুল থেকে বিভাগের বিভিন্ন পর্যায়ে শ্রেষ্ঠ স্থান অর্জনকারী ১২ জন শিক্ষার্থীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো: শাহজাদা উসমানী। স্বাগত বক্তব্য রাখেন ন্যাশনাল প্রি ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মো: ফারুক আহমেদ, এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন আছহাব উদ্দিন খোকন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক সেলিম কার্ণায়েন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: জাহাঙ্গীর হোসেন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও অবসরপ্রাপ্ত শিক্ষক বিমল চন্দ্র পাল প্রমুখ।

আলোচনা শেষে অতিথিবৃন্দ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন। পরবর্তীতে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা উপস্থিত সকলের মনোরঞ্জন করে।

এই অনুষ্ঠানে স্থানীয় শিক্ষার্থীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে এবং শিক্ষার প্রতি তাদের আগ্রহ বাড়ানোর জন্য এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।