Date: May 07, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / মহান মুক্তিযুদ্ধের জীবন্ত কিংবদন্তি সম্মাননা পেলেন মোতাহার এমপি - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

মহান মুক্তিযুদ্ধের জীবন্ত কিংবদন্তি সম্মাননা পেলেন মোতাহার এমপি

March 22, 2023 06:56:21 PM   দেশজুড়ে ডেস্ক
মহান মুক্তিযুদ্ধের জীবন্ত কিংবদন্তি সম্মাননা পেলেন মোতাহার এমপি

হাতীবান্ধা সংবাদদাতা, লালমনিরহাট:
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নর্থল্যান্ড রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ থেকে মহান মুক্তিযুদ্ধের জীবন্ত কিংবদন্তি সম্মাননা পেলেন মোতাহার হোসেন এমপি।

বুধবার (২২ মার্চ) বিকালে নর্থল্যান্ড রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেয়া হয়।

হাতীবান্ধা এসএস সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও নর্থল্যান্ড রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের উপদেষ্টা মোঃ নুরুজ্জামান বিএসসির সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ মোতাহার হোসেন এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিঙ্গিমারী ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু, টংভাঙ্গা ইউপি চেয়ারম্যান সেলিম হোসেন। স্বাগত বক্তব্য রাখেন, নর্থল্যান্ড রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাজমুল কায়েস হিরু। এসময় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও নবীন শিক্ষার্থীদেকে ফুলের তোরা দিয়ে বরণ করে নেয়।